গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৭
জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
|
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদির বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৫ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
নিহতদের মধ্যে সাজেদা বেগম (৪০) নামে ১ জনের পরিচয় জানা গেছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে সুলতান (৩০), মনির (৩০), তানমিন (২৫), সালমা (২৭), মুন্না (১০), আমেনা (৭), সাজেদা বেগম (৪০), সাখাওয়াত (২০), সোলেমান (২৭), জসিম (২০) ও বাবুকে (১৭) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর এদের মধ্যে সাজেদাসহ ৩ জন মারা যান। বাকিদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হানিফ জানান, ঢাকা থেকে ফরিদগঞ্জ সুপার নামে যাত্রীবাহী ১টি বাস চাঁদপুর যাচ্ছিল। পথে গজারিয়ার মেঘনা সেতু সংলগ্ন জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী আরেকটি বাসের ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ২ জন মারা যান। এ ঘটনায় আরও ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান।
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর
শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
নিহতদের মধ্যে সাজেদা বেগম (৪০) নামে ১ জনের পরিচয় জানা গেছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে সুলতান (৩০), মনির (৩০), তানমিন (২৫), সালমা (২৭), মুন্না (১০), আমেনা (৭), সাজেদা বেগম (৪০), সাখাওয়াত (২০), সোলেমান (২৭), জসিম (২০) ও বাবুকে (১৭) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর এদের মধ্যে সাজেদাসহ ৩ জন মারা যান। বাকিদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হানিফ জানান, ঢাকা থেকে ফরিদগঞ্জ সুপার নামে যাত্রীবাহী ১টি বাস চাঁদপুর যাচ্ছিল। পথে গজারিয়ার মেঘনা সেতু সংলগ্ন জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী আরেকটি বাসের ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ২ জন মারা যান। এ ঘটনায় আরও ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান।
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর
No comments:
Post a Comment