http://www.bdnn24.com/2012/08/24/7523042630.htm
বিশেষ অতিথি ছিলেন, কোম্পানী টপ লিডার ইন্জিঃ ইউসুফ, নূর এ আলম, নেছারউদ্দিন । বক্তব্য রাখেন, ইসমাইল ইসলাম, আরিফুল ইসলাম, ফরহাদ শরীফ, ডাঃ দেলোয়ার হোসেন প্রমূখ । নতুন দায়িত্ব প্রাপ্ত ২৫ জন পরিচালককে সদস্যদের মাঝে পরিচয় করে দেওয়া হয় । উপস্হিত ছিলেন সংবাদকর্মীসহ কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দু । নৈশ ভোজ শেষে ঈদ ফেস্টিভ্যালের সম্পাতি হয় ।
রিয়াদে টুইনএক্সেল এর ঈদ ফেস্টিভ্যাল
সাগর চৌধুরী, রিয়াদ, ২৪ আগস্ট (বিডিএনএন২৪) :- সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের অনেকেই এখন বাড়তি আয়ের আশায় যোগ দিতেছেন টুইন এক্সেল নামক কোম্পানীতে । সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং নতুন পরিচালকদের ব্যবসায়ীক কর্মকৌশল ঘোষনার লক্ষে গত ২৩ আগষ্ট রাত ৮.১৫ টায় বাথার ইবনে সোলায়মান কমার্শিয়াল সেন্টারে কোম্পানীটি আয়োজন করে ঈদ ফেস্টিভ্যাল অনুষ্ঠান । এতে মিডিয়া পার্টনার ছিল যৌথ ভাবে বাংলাভিশন এবং এনটিভি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানী‘র রিয়াদ কার্য্যালয়ের কর্নধার লিটন মিয়াজী । প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃআবূ সাইদ (বাংলা ভিশন প্রতিনিধি) । পরিচালনা করেন কোম্পানী লিডার আবু হানিফ ।
বিশেষ অতিথি ছিলেন, কোম্পানী টপ লিডার ইন্জিঃ ইউসুফ, নূর এ আলম, নেছারউদ্দিন । বক্তব্য রাখেন, ইসমাইল ইসলাম, আরিফুল ইসলাম, ফরহাদ শরীফ, ডাঃ দেলোয়ার হোসেন প্রমূখ । নতুন দায়িত্ব প্রাপ্ত ২৫ জন পরিচালককে সদস্যদের মাঝে পরিচয় করে দেওয়া হয় । উপস্হিত ছিলেন সংবাদকর্মীসহ কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দু । নৈশ ভোজ শেষে ঈদ ফেস্টিভ্যালের সম্পাতি হয় ।
No comments:
Post a Comment