Translate

Saturday, August 25, 2012

রিয়াদে টুইনএক্সেল এর ঈদ ফেস্টিভ্যাল

http://www.bdnn24.com/2012/08/24/7523042630.htm



রিয়াদে টুইনএক্সেল এর ঈদ ফেস্টিভ্যাল
সাগর চৌধুরী, রিয়াদ, ২৪ আগস্ট (বিডিএনএন২৪) :- সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের অনেকেই এখন বাড়তি আয়ের আশায় যোগ দিতেছেন টুইন এক্সেল নামক কোম্পানীতে । সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং নতুন পরিচালকদের ব্যবসায়ীক কর্মকৌশল ঘোষনার লক্ষে গত ২৩ আগষ্ট রাত ৮.১৫ টায় বাথার ইবনে সোলায়মান কমার্শিয়াল সেন্টারে কোম্পানীটি আয়োজন করে ঈদ ফেস্টিভ্যাল অনুষ্ঠান । এতে মিডিয়া পার্টনার ছিল যৌথ ভাবে বাংলাভিশন এবং এনটিভি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানী‘র রিয়াদ কার্য্যালয়ের কর্নধার লিটন মিয়াজী । প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃআবূ সাইদ (বাংলা ভিশন প্রতিনিধি) । পরিচালনা করেন কোম্পানী লিডার আবু হানিফ ।


বিশেষ অতিথি ছিলেন, কোম্পানী টপ লিডার ইন্জিঃ ইউসুফ, নূর এ আলম, নেছারউদ্দিন । বক্তব্য রাখেন, ইসমাইল ইসলাম, আরিফুল ইসলাম, ফরহাদ শরীফ, ডাঃ দেলোয়ার হোসেন প্রমূখ । নতুন দায়িত্ব প্রাপ্ত ২৫ জন পরিচালককে সদস্যদের মাঝে পরিচয় করে দেওয়া হয় । উপস্হিত ছিলেন সংবাদকর্মীসহ কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দু । নৈশ ভোজ শেষে ঈদ ফেস্টিভ্যালের সম্পাতি হয় ।
 

Sunday, August 19, 2012

পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার


পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
নুপা আলম, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: প্রতিবছর ঈদে একটা লম্বা ছুটি মেলে অনেকেরই। আর এ ছুটির অবসর কাটাতে অনেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ছুটে আসেন কক্সবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। প্রতিবারই কক্সবাজারে সমাবেশ হয় লাখো পর্যটকের।

অন্যবারের মতো এবারও ঈদের ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড় হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। আর এ জন্য পর্যটন এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছে নানা সাজে।

হোটেল-মোটেলের পুরনো জিনিসপত্র পরিবর্তন করা হয়েছে। দেওয়ালের পুরনো আঁস্তর তুলে লাগানো হয়েছে প্লাস্টিক পেইন্ট কিংবা ডিসটেম্পার। রেস্তোরাঁসমূহেও ধোয়ামোছা ও রঙে সাজানোর প্রতিযোগিতা শেষ। প্রশাসনের পক্ষে সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। আর ঈদের লম্বা ছুটি কাটাতে অনেকেই এখন কক্সবাজারের পর্যটন কেন্দ্রে অবস্থান করছেন। অনেকেই রোববারের মধ্যেই কক্সবাজার চলে আসবেন, হোটেল ও মোটেল সূত্রে জানা গেছে। এগুলোর কক্ষ আর ফাঁকা নেই বললেই চলে। অগ্রিম বুকিং আর পর্যটকদের পদভারে কক্সবাজার জমজমাট হতে শুরু করেছে।

২০ আগস্ট ঈদ। ঈদকে কেন্দ্রে করে গত ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। এ ছুটি বহাল থাকবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। ফলে, টানা ৮ দিনের ছুটির কবলে পড়েছে দেশ।

এ ঈদের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটকদের আসা শুরু হয়েছে। ব্যাপক সংখ্যক পর্যটক এখানে ঈদ উদযাপন করবেন এমনটা আশা করছেন হোটেল-মোটেল মালিকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আবাসিক হোটেল ম্যানেজার করিম উল্লাহ বাংলানিউজকে জানিয়েছেন, অতীতের বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিবছর ঈদের ছুটিসহ নানা ছুটিতে ব্যাপক সংখ্যক পর্যটকের ভিড় হয় কক্সবাজারে। এবারও তার ব্যতিক্রম হবে না।

তিনি জানান, ইতোমধ্যে রুম বুকিংও শেষ। সেই সঙ্গে সাজসজ্জার কাজও শেষ করে প্রস্তুত রয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে, সরেজমিন দেখা গেছে, হোটেল-মোটেল জোনের প্রায় সব হোটেল-মোটেল-গেস্ট হাউসের ধোয়ামোছা ও রং করার কাজ প্রায় শেষ। এখন পর্যটকদের  আসার অপেক্ষায় কক্সবাজার।

সৈকতের কিটকটেও (ছাতা-চেয়ার) লেগেছে বিভিন্ন রঙের ছোঁয়া।

পর্যটন রাজধানী কক্সবাজারের পর্যটন এলাকা মহেশখালী, হিমছড়ি, ইনানী, দরিয়ানগর, বঙ্গবন্ধু সাফারি পার্ক, টেকনাফ সী-বিচ, সেন্টমার্টিনসহ বিভিন্ন পর্যটন এলাকাগুলো সেজেছে নতুন করে।

কক্সবাজার শহরের বার্মিজ মার্কেটগুলোতে নানা রকমের বাহারি বার্মিজ পণ্যের সমাহার নিয়ে দোকানিরা বসে আছেন পর্যটকদের আগমণের অপেক্ষায়।

কক্সবাজার হোটেল-মোটেল জোন গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান বাংলানিউজকে জানিয়েছেন, পর্যটক আসবে এমনটাই আশা করা যাচ্ছে। তবে যোগাযোগ ব্যবস্থার নাজুক পরিস্থিতির কারণে তার উল্টোও হতে পারে।

পর্যটকরা যাতে কক্সবাজার এসে বিভিন্ন পর্যটন এলাকা যেমন, টেকনাফ, হিমছড়ি, ইনানী, সাফারি পার্কে সহজে ভ্রমণে যেতে পারেন, সেজন্য সরকারি উদ্যোগে দ্বিতল বিশিষ্ট বাস সার্ভিসের দাবি জানান তিনি।

অভিযোগ রয়েছে, পর্যটন মৌসুমে ধারণ ক্ষমতার দ্বিগুণ পর্যটক কক্সবাজারে আসার কারণে নানা ভোগান্তিতে পড়তে হয় তাদের। এসময় অতিরিক্ত ভাড়া আদায়সহ নানাভাবে হয়রানি করা হয় তাদের।

এবিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. জয়নুল বারী বাংলানিউজকে বলেন, ‘পর্যটক হয়রানি বন্ধে হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় মূল্য তালিকা টাঙানোর নির্দেশসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে।’

কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সজাগ থাকবে। পর্যটন এলাকায় অতিরিক্ত পুলিশ ও সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হবে।’

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

Bangladesh Under-19s 119/2 (26.0 ov)


Bangladesh Under-19s 119/2 (26.0 ov)

Saturday, August 18, 2012

Bangladesh celebrates Eid Monday

Bangladesh celebrates Eid Monday
Sat, Aug 18th, 2012 7:16 pm BdST
 
Dhaka, Aug 18 (bdnews24.com) – Muslims in Bangladesh will celebrate the Eid-ul-Fitr on Monday as the Shawal moon was not sighted on Saturday.

The National Moon Sighting Committee that sat in the evening did not find any evidence of rise of the crescent moon across the country marking the beginning of the month of Shawal.

"So, Sunday will be the 30th day that completes the month of Ramadan, and Monday will be the Eid day," State Minister for Religious Affairs Shahjahan Miah told bdnews24.com on Saturday after the meeting.

The minister, also the committee chief, presided over the meeting held at the Islamic Foundation's conference room in the national mosque Baitul Mukarram in the evening.

He greeted the people ahead of the biggest religious festival of the Muslims all around the world.

Arab states including Saudi Arabia, Qatar, Jordan, Egypt, Yemen, Libya and the United Arab Emirates have already announced to celebrate the Eid on Sunday.

bdnews24.com/mk/su/nih/trb/nir/sk/1950h.

outlook


MICROSOFT নিয়ে এলো নতুন E-Mail সেবা OUTLOOK অনেকের মতে এটি এ হলো পৃথিবীর সবচেয়ে আধুনিক E-Mail Service. Gmail এর সাথে ইদানিং আর পেরে উঠছে না MICROSOFT এর পুরাতন Hotmail. তাই MICROSOFT এর এই নতুন উদ্যোগ। নতুন এই OUTLOOK একদম ঢেলে সাযিয়েছে Microsoft. নতুন এবং চমৎকার Interface, সরাসরি Facebook, Tweeter এর সাথে Connect থাকা যাবে Mail থেকে, এছারাও Microsoft এর সেই পুরাতন slow গতি থাকছে না Outlook এ বেশ দ্রুত গতি এসেছে এতে। যারা Hotmail বা Live Mail ব্যাবহার করেন তাদের টা Outlook এ Upgrade হয়ে যাচ্ছে আর চাইলে নতুন আর একটি মেইল Account নিয়ে নিতে পারেন www.outlook.com থেকে । Service টি নতুন তাই পছন্দের নামটি বেছে নেওয়ার এখনি সময়।

Like ·  · Share · about a minute ago ·

চাঁদ দেখা যায়নি, ঈদ সোমবার


চাঁদ দেখা যায়নি, ঈদ সোমবার


Sat, Aug 18th, 2012 7:17 pm BdST

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় ঈদ উল ফিতর উদযাপিত হবে সোমবার।

শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।

তাই সোমবার ঈদ-উল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়েছে।

শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর বাংলাদেশে ৩০ রোজা পালন করতে হবে। সোমবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং একইদিনে সারাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে।

কমিটির সদস্য ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম এম আফজাল ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আহমেদসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

আরব দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ উদযাপিত হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৯১২ ঘ.

নিশীথ সূর্যের দেশে রোজা


নিশীথ সূর্যের দেশে রোজা


Sat, Aug 18th, 2012 5:54 pm BdST

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব জুড়ে ধর্মপ্রাণ মুসলমানেরা রমজান মাসে রোজা রাখেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু যেসব দেশে সূর্য পশ্চিম আকাশে ডুবতেই চায় না, সেসব দেশে মুসলমানরা বেশ বেকায়দাতেই পড়েন।

ফিনল্যান্ডের রোভানিয়েমি শহরের মুসলমানরা রোজা রাখতে গিয়ে এ ধরনের বিড়ম্বনাতেই পড়েছে বলে জানিয়েছে বিবিসি ম্যাগাজিন। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর রোভানিয়েমি পড়েছে ৬৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ বা ঠিক আর্টিক সার্কেলে। শীতকালে প্রায় সারা দিনই অন্ধকারে ডুবে থাকে শহরটি। কিন্তু গ্রীষ্মকালে সূর্য যেন ডুবতেই চায় না।

দিগন্তে ঝুলে থাকা সূর্য সমস্যাই বয়ে আনে শাহ জালাল মিয়া মাসুদের মতো রোজাদার মুসলমানদের জন্য। পাঁচ বছর আগে তথ্য প্রযুক্তিতে উচ্চতর ডিগ্রি নিতে বাংলাদেশ থেকে এসেছিলেন তিনি। ২৮ বছর বয়সী মাসুদকে রোজা রাখতে খাদ্য বা পানি না খেয়ে কাটাতে হয় প্রায় ২১ ঘণ্টা।

তবুও তার মুখে হাসি, “অন্ধকার হতেই চায় না। সূর্য সব সময় দিগন্ত রেখায় ঝুলে থাকে।”

রোভানিয়েমিতে রাত ১১টার দিকে সূর্য দিগন্ত রেখার নিচে নামে। আকাশ তখন হয়ে ওঠে অসাধারণ সুন্দর নীল। অন্ধকার এর চেয়ে বেশি আর নামে না। পাঁচ ঘণ্টা পরেই আবার সূর্য উকি দেয়।

মাসুদ জানান, ফিনিস সময় মেনে রোজা রাখাটা সত্যিই কঠিন। কিন্তু ক্ষুধা ও ক্লান্তি সয়ে তিনি রোজা রাখেন।

তবে একটু কম সময় ধরেও রোজা রাখার ব্যবস্থা আছে। স্থানীয় ইমাম ও ইসলামিক সোসাইটি অব নর্দান ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ড. আবদুল মান্নান জানান, ফিনল্যান্ডের মতো দেশে রোজা রাখার দুটো তরিকা আছে।

“মিশরীয় পণ্ডিতরা বলেন, যদি দিনের দৈর্ঘ্য ১৮ ঘণ্টার বেশি হয়, তাহলে মক্কা বা মদিনার সময় মেনে অথবা সবচেয়ে কাছের মুসলমান দেশের সময় মেনে রোজা রাখা যাবে।

“সৌদি ইসলামি চিন্তাবিদেরা মনে করেন, দিন বড়ই হোক বা ছোটই হোক আপনাকে স্থানীয় সময়ই মেনে চলতে হবে”, অন্য পদ্ধতির কথা জানান মান্নান।

ড. মান্নান জানান, উত্তর ফিনল্যান্ডের মুসলমানেরা মক্কার সময় বা সবচেয়ে কাছের মুসলমান দেশে তুরস্কের সময় মেনে রোজা রাখে।

ল্যাপল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক নাফিসা ইয়াসমিন বাংলাদেশের ঢাকা থেকে তার স্বামী আর দুই সন্তানকে নিয়ে ফিনল্যান্ড এসেছেন ছয় বছর আগে। রান্নাঘরে ইফতারের বিভিন্ন খাবার তৈরি করতে করতে তিনি জানান, রোভানিয়েমিতে প্রথমে ফিনিস সময় অনুযায়ী রোজা রাখতে গিয়ে তাকে দিনে ২০ ঘণ্টা না খেয়ে থাকতে হয়েছিল।

“এটা অনুসরণ করা খুবই কঠিন কারণ বাংলাদেশে আমরা ১২ ঘণ্টা রোজা রাখতাম। এরপর আমি ঠিক করলাম, ফিনিস সময়ে আর নয়, আমাকে মক্কার সময় মেনেই রোজা রাখতে হবে। কিন্তু আল্লাহ এটা গ্রহণ করবে কিনা তা নিয়ে আমি কিছুটা চিন্তিত।”

সোমালিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিনল্যান্ডে আশ্রয়ের উদ্দেশ্যে অনেক মুসলমান আসে। ২০০১ সাল থেকে ফিনল্যান্ড প্রতিবছর ৭৫০ জনকে আশ্রয় দেয়। নতুন যারা আসেন, তাদের সরকারের পুনর্বাসন কর্মসূচির আওতায় রোভেনিয়েমির মতো শহরগুলোয় পাঠানো হয়।

রোভেনিয়েমির মুসলমানদের জন্য দীর্ঘ দিনই কেবল সমস্যা নয়। এখানকার ৬০ হাজার দোকানের কোনোটিতেই ‘হালাল খাদ্য’ বিক্রি হয় না। তাই বাজার করতে ইয়াসমিন যান ৩০০ কিলোমিটার দূরের শহর ওউলুতে। গাড়িতে আসতে যেতে তার সময় লাগে ৬ ঘণ্টা। তাই একেকবারে অনেক বাজার করে নিয়ে আসেন তিনি যার মধ্যে থাকে খেজুর, ছোলা ও হালাল মাংস।

তবে ইয়াসমিন আর মাসুদ উভয়ই আর্টিক সার্কেলে জীবনযাপন উপভোগ করছেন। আর তাদের ধর্মের প্রতি সাধারণ মানুষ শ্রদ্ধাশীল বলেও তারা জানান।

তবে ঈদের সময় আত্মীয়, বন্ধুবান্ধব ছেড়ে দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকতে একটু খারাপই লাগে তাদের।

মুরাদ বলেন, “উৎসবের দিন এখানে অন্যান্য দিনের মতোই। ঈদের কোনো অনুভূতিই পাওয়া যায় না। আমার মনে হয় আমি অনেককিছু হারাচ্ছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডককম/এসইউ/১৭১০ ঘ.

Friday, August 17, 2012

Earning Disclaimer

Earning Disclaimer
  • Any income or earnings statements or examples are provided only as estimates of what you could possibly earn. The given figures have been tested and achieved by others, however, any figure given above is not guaranteed.
  • TwinExcel.com is not responsible for any associate, affiliate or other third party assuring any guaranteed income due to TwinExcel.com, and there is no assurance that you will do as well as others.
  • Earning Disclaimer
  • With TwinExcel.com, you must accept the risk of not doing as well as also the possibility of doing better.
  • Located within our website and program where specific figures are used and attributed to an individual, business or company; those actual figures have been earned. Again – there is no assurance that you will do similarly. There can also be no assurance that any past success or results related to income earnings can be used as an indication of your results or success.
  • The income results stated are based upon many factors, and we have no knowledge of how well you will do as we do not know your work ethic, background, skills, practices or you personally. It is for these reasons we do not guarantee or imply upon that you will make money or do as well as others. In relying upon our figures, you must accept the fact and the risk of not doing as well.
  • Any and all business opportunities including the earnings stated with those opportunities have unknown risks involved and are not suitable for everyone.
  • Users of our website, products and services are advised to due diligence before making any business decision. Prior to making any business decision it is recommended that you should have any information, services or products independently verified by a qualified professional of your choice. Our products, services and our website should be evaluated and carefully considered prior to reaching a decision.
  • Any and all disclaimers and disclosures made within our website or materials shall apply equally to all offers, incentives, products, services or prizes that may be made available by TwinExcel.com
  • By visiting our website and utilizing our products and services you agree that TwinExcel.com is not responsible for any success or failure you may encounter with your business decision that relates to any service, information or product which is presented by our company.www.twinexcel.com

Eid mubarak


গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৭


গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৭


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদির বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৫ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

নিহতদের মধ্যে সাজেদা বেগম (৪০) নামে ১ জনের পরিচয় জানা গেছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে সুলতান (৩০), মনির (৩০), তানমিন (২৫), সালমা (২৭), মুন্না (১০), আমেনা (৭), সাজেদা বেগম (৪০), সাখাওয়াত (২০), সোলেমান (২৭), জসিম (২০) ও বাবুকে (১৭) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর এদের মধ্যে সাজেদাসহ ৩ জন মারা যান। বাকিদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হানিফ জানান,  ঢাকা থেকে ফরিদগঞ্জ সুপার নামে যাত্রীবাহী ১টি বাস চাঁদপুর যাচ্ছিল। পথে গজারিয়ার মেঘনা সেতু সংলগ্ন জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী আরেকটি বাসের ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ২ জন মারা যান। এ ঘটনায় আরও ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান।

এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

Eid Mubarak to you All.





successful twinexcel sudan











Wednesday, August 15, 2012

Network Marketing Tips – 101


Here are a few network marketing tips that will help you to be a more successful network marketer…
  • Network Marketing Tips #1:
    You have to make the decision that you will make you network marketing business a success.
    This is the most important tip that I can give you.
    Most people who get into network marketing treat it as more of a hobby than a true brick and mortar business and this is why most people fail at network marketing.
    If you forget the rest of the network marketing tips that I am going to give you here please remember this one.
    Treat your network marketing business as a business and it will pay you like a business.
  • Network Marketing Tips #2:
    You must set a strict schedule for your business and then stick to it.
    In order for your business to be successful you must devote at least 12 to 15 hours a week to focused work.
    Set a schedule and stick to it.
    Know exactly what you are going to do with the time you have allotted to your business before you start working then use that time as you have scheduled it.
    If you do this your business will run much more smoothly and efficiently.
  • Network Marketing Tips #3:
    Never ever stop learning.
    I know if you’re anything like me your time is a very valuable commodity. I really don’t have much time to spare.
    Guess how I solved this problem for myself?
    I listen to quite a few network marketing books on tape.
    Why not multi-task I thought...
    I figure if I’m driving or typing there’s no reason why I can't learn new things at the same time.
    Try to learn as much as you can whenever and however you can.
    Make compromises in your life so that you are able to learn new ideas, techniques, and vocabulary.
    Multi task whenever you can.
  • Network Marketing Tips #4:
    Set a budget and stick to it.
    You can’t expect your business to survive if you skimp on the quality of your marketing and training, so set up a monthly budget.
    Allot a certain amount of your resources a month to the growth of your business.
    For example I allot about $600 a month for the growth of my network marketing business.It’s not easy giving up that much of my money, but in all honesty it’s worth while in the long term.
    Think about it...
    When you're making $10,000 dollars a month residually are you really going to wish you had spent less on the development of your business?
    Set a budget and stick to it, and reinvest your early earnings back into the growth of your business.
  • Network Marketing Tips #5:
    Maintain a positive attitude.
    Do not get down on yourself if things don't go your way in the beginning,
    just keep jugging along...
    I promise you things are not going to go the way you espect them in the beginning.
    You have to be able to view your setbacks as a positive stepping stone for your future success.
    Learn all you can from your experiences and use them to guide your future successes.
These are my basic network marketing tips.
Don't overlook them!
If you pay attention and use the advice found here you'll soon find your network marketing career skyrocketing.

I like to join daily health tips for keeping us fit & healthy


INFORMATIVE TIPS TO HANDLE HEADACHE~

Headache is one of the commonest aches that most people complain of. Headaches can happen to anyone irrespective of age and gender. Every time popping a painkiller is not a good idea. Hence try any of these home
remedies for headache next time you get the headache.

Before that remember following tips that will help you prevent getting a headache.

• Don't stay hungry for a long time, as hunger can also be one of the causes of having a headache.

• Take one spoonful of sugar and eat it when you have a headache. The sweet sugar taste will give you instant relief from your headache.

• Do Yoga to remain stress free. The various Yogic aasnas maintain correct blood circulation and prevent headaches from occurring.

• As much as you can avoid eating junk and fried food stuff.

• Take a good sleep, as it is must to have an overall balanced health.

• Include green vegetables and fruits in your daily diet.

• If you have a headache then take a glass of milk.

• Yogurt should be avoided, especially at night.

• Don't eat cheese and chocolate in excess amount.

• Learn some deep breathing exercises and go for half an hour walk daily in some park where you will get pollution free air.

• The natural urges (sneezing, passing stool and urine, hunger, thirst, sleep, breathing and yawning etc.) should not be suppressed.

Home remedies for Headaches :

• Make a decoction from sugar and coriander and drink it whenever you get a headache due to cold.

• Make a paste with clove and salt crystals and add it in the milk. Drink this milk; this drink will relive the stress and the tension, which has caused you the headache.

• Make a paste with water and cinnamon powder and apply it on the head.

• Sometimes acidity can also be the cause of headaches. Hence for such types of headaches drink a glass of water with a fresh lemon juice added into it. This is one of the best home remedies for headache as it also cures acidity.

• Applying sandalwood paste on the forehead will give relief from headache. This remedy should be tried in case you have got a headache in summer due to the heat.

• Massage your head with coconut oil. This will help the blood circulation in the head thus give instant relief from headache.

• Drinking a cup of tea is the very old method of curing headaches. You can also add ginger and cumin and coriander seeds while making the tea.

• To cure headache massager you head with eucalyptus oil.

• After waking up in the morning, eat an apple with a pinch of sale added to it. After this drink either water or milk. Do this regime for about ten days. This remedy is good for those who get headaches often.

• Massage your forehead with almond oil for getting instant relief from the headaches.

• Drinking garlic juice early in the morning will also act as a painkiller and stop your headache within minutes.

• Wrap a wet cloth around the neck.

ফেসবুকে স্বপ্নযুবকের সঙ্গে প্রেম স্বামী-সন্তান ফেলে পালিয়েছেন অঞ্জু


প্রিন্ট করুন     |   ShareThis | 2 মন্তব্য
ফেসবুকে স্বপ্নযুবকের সঙ্গে প্রেম স্বামী-সন্তান ফেলে পালিয়েছেন অঞ্জু
সোমবার, ১৩ আগস্ট ২০১২
মানবজমিন ডেস্ক: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক যেমন নতুন নতুন সম্পর্ক গড়ে দিচ্ছে তেমনই ভেঙে দিচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্কও। ফেসবুকের মাধ্যমে সম্পর্ক ভাঙাগড়ার এক ঘটনা তুলে ধরেছে গালফ নিউজ। নিজের স্বামী ও দুই সন্তানকে রেখে ফেসবুকে চ্যাটের মাধ্যমে বন্ধুত্ব হওয়া নতুন বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে গেছেন বিহারের অঞ্জু দেবী। শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির কারও সঙ্গে কোন যোগাযোগ না করে লুকিয়ে লিভ টুগেদার করে আসছিলেন তারা। অঞ্জু পালানের পর কোন খোঁজ না পেয়ে তার পিতা তার শ্বশুরপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন। তার সন্দেহ ছিল বিহারের সাধারণ চিত্রের মতোই তারা হয়তো যৌতুকের দাবিতে অঞ্জুকে হত্যা করে থাকবে। কিন্তু পুলিশ যখন দেখেছে পালিয়ে যাওয়া অঞ্জুর শিক্ষক স্বামীর এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা হচ্ছে তখনই সন্দেহ হয় তাদের। তারপর মোবাইল কলের ওপর ভিত্তি করে পুলিশ তাকে ও তার বয়ফ্রেন্ড কৃষ্ণ রামরাওকে বৃহস্পতিবার হায়দারাবাদ থেকে গ্রেপ্তার করে। তারপরেই এ ঘটনা আলোচনায় আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে অঞ্জু জানিয়েছেন, তিনি গ্রামের একজন শিক্ষককে বিয়ে করেছেন। তবে গ্রাম্য জীবন তার পছন্দ নয়। শহরের আধুনিক জীবন ভালবাসেন তিনি। ফলে আধুনিক লাইফস্টাইল উপভোগ করার জন্য ও শহরে বসবাস করার জন্য তিনি পালিয়েছেন। অঞ্জু নিজেও একজন শিক্ষক এবং ২০০২ সালে তাদের বিয়ে হয়। শহরে থাকার জন্য নিজের চাকরিও ছেড়ে দিয়েছেন। তারপরই হায়দারাবাদের ডিভোর্সি যুবক কৃষ্ণের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। অঞ্জু তাকে তার ‘স্বপ্নযুবক’ হিসেবে বেছে নেন, যে একটি বড় শহরে বাস করে। যার মাধ্যমে মেগাসিটিতে বাস করার তার স্বপ্ন পূরণ হবে বলে ধরে নেন তিনি। তারপর যখন তাদের বন্ধুত্ব পূর্ণ ভালবাসায় রূপ নেয় তখনই স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যান তিনি। এ বছরের ১লা জানুয়ারি বিহারের পাটনা জংশন থেকে তাকে নিয়ে যান কৃষ্ণ। তারপর থেকেই স্বপ্নের বয়ফ্রেন্ডের সঙ্গে  বাস করে আসছেন অঞ্জু।
তারপর গোপনে পুলিশ এসে ধরে জেলে দেয়ার আগ পর্যন্ত তারা আধুনিক লাইফ স্টাইলে জীবনযাপন করে আসছিলেন। পুলিশের হেফাজতে অঞ্জু তার সাবেক স্বামী সন্তানের কাছে ফিরে যেতে অস্বীকার করেছেন। ফলে তার স্বামী মনোজও তাকে নিয়ে ঘর না করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, সে মুক্ত মনের নারী, যে গ্রামকে ঘৃণা করে। ফলে তার সঙ্গে থাকার চিন্তা করা যায় না। ডিভোর্সই হবে সবচেয়ে ভাল উপায়। মনোজ বলেছেন, স্ত্রীর শহরে থাকার ইচ্ছাকে সম্মান করে তিনি পাটনা শহরে প্লট কিনেছেন। কিন্তু সব আশা এখন শেষ।
এই দুর্ভাগ্যজনক স্মৃতি কখনও ভুলবেন না তিনি। তবে পুলিশ ভাবছে এখন তার সাত ও চার বছর বয়সী দু’সন্তানের দেখাশোনা কে করবে।

Tuesday, August 14, 2012

twinexcel.com/support.php

Network Marketing Tips – 6 Tips for Network Marketing Success


Network Marketing Tips – 6 Tips for Network Marketing Success


WELCOME! If You're Struggling To Generate Leads & Sign-Ups in Your Network Marketing Business... CLICK TO WATCH MY FREE TRAINING!. Thanks For Visiting & Please Come Back Again! - Timothy Pu.
network marketing tipsIf you plan to climb the MLM (Multi-level Marketing) ladder, you need a few network marketing tips to help you gain secure footing to reach the top.
There is no denying the network marketing game is tough to get into, but the rewards can be incredibly sweet once you gain momentum.
Here are six tips to boost your success and position you as a leader.


Network Marketing Tips #1 – Get Into a Business Mindset

network marketing business mindsetThe truth is few people survive the MLM gauntlet. They believe network marketing offers an easy solution to financial freedom, and that once they have a system set up the cash will roll in like nobody’s business. The reality is this type of mindset could kill your venture before you even begin.

The problem is that many would-be marketers throw in the towel as soon as they perceive an obstacle to be insurmountable. They surrender in defeat and jump onto the next opportunity that comes their way. They fail to treat their network marketing business as a business.
As a network marketer, you have to set specific goals for both long-term and short-term success. You have to focus on true income generating activities, such as obtaining and closing leads.
You have to develop your skills and knowledge through training and education. You have to concentrate on one opportunity at a time.
You have to put as much work, passion, and energy into your business as you do the rest of your life. Suddenly, you will discover there is no reason to surrender in defeat and that those terrifying obstacles are easier to overcome.

Network Marketing Tips #2 – Target the Right People

targeted mlm marketsWhile it would make your MLM journey easier, your friends and family are most likely not your target.
In fact, if you notice they make every effort to avoid your pitch, you know you have the wrong people mind. The key to finding qualified leads is research and plenty of it.
Get into the heads of your prospects to understand who they are, what solutions they need, and how you can help them. Your opportunity should be the solution that solves their problem and helps them achieve their goals.
Targeting the wrong group will get you nowhere fast, so make certain you do your homework.


 ”The question is how and where to find the right people?”

Discover how we rake in daily leads and sign ups on autopilot without bugging friends and family members.



Network Marketing Tips #3 – Use a Proven MLM System

play videoA simple way to get ahead is to leverage a proven MLM marketing system. A tested system practically provides you with a blueprint for profit generation.
It gives you successful strategies you can implement to produce duplication within your downline, and ultimately explodes your profits.
If you prefer to develop your own MLM system, make certain it produces the results you desire, or you could be wasting valuable time and energy on something that does not work.

Network Marketing Tips #4 – Find a Mentor

It is so important to pinpoint experienced network marketers who are creating the results you want.
You can learn a lot from these people as they impart industry wisdom. A mentor can also provide you with the advice and tools you need to achieve similar results.

Network Marketing Tips #5 – Position Yourself as a Leader

network marketing leaderTo succeed in this business, you need to be a leader. You also need to cultivate the expectation of leadership within your team.
No one can hang around on the middle rung of the MLM ladder indefinitely and expect cash to pour into their coffers. Constantly encourage a culture of leadership within your business, so that everyone plays his or her part.


Network Marketing Tips #6 – Leverage the Internet

Thanks to the Internet, the way in which we build MLM businesses has changed. With no geographic limitations and a much wider reach, you can target far more people online than you ever could in the offline arena.
With a well thought-out online marketing strategy, you can amplify your MLM lead generationefforts and bring in a consistent stream of targeted and qualified leads. The bottom line: if you are not network marketing online, you are missing a huge chunk of your market.

3 Bonus Network Marketing Tips

3 bonus tips




1. As a powerful way to engage new people and make contacts, you should attend network marketing events whenever you can. However, you need to realize every marketer there is going to pitch his or her business.
Therefore, you need to be different to stand out from the MLM noise. For example, while everyone else focuses on handing out their business cards, you should focus on collecting the business cards of your prospects. Follow up with them the day after the event and start building profitable relationships.

2. Be careful not to exhaust your warm market. While it is a good place to start, since you already have relationships with these people, they might run in the wrong direction if you only focus on the outcome.
Nurture your relationships, provide value, and focus on providing your warm market with a positive experience.

3. The riches of MLM lie in sponsorship and recruitment. You can tap into that by implementing an optimized funded proposal system, such My Lead System Pro.
This program not only helps you attract leads, but it also increases your cash flow by creating multiple income streams, and helps boost the number of people who join your primary business.
These network marketing tips are only the tip of the iceberg. It is only through trial and error that you will discover what works for your business and gain the experience you need to succeed.

play video
arrow
Tell me your thoughts about network marketing tips. Leave me a comment below, I’d love to know what you think. Also share this post with your friends if you found value in it.